ইশিতা জেরীন আত্মবিলাপ না এই স্বর,আত্মোপলদ্ধির৷স্মৃতি ও বিস্মৃত অনুভুতির গভীর মর্মস্পর্শী সংযোগ প্রতিটি কবিতা৷ঠিক কবিতা ও তন্দ্রার মাঝে যেমন তিনি দেখেন স্মৃতির দেয়াল৷তেমনি যেনো সেঁটে আছে দেয়ালময় জীবনের গুঢ় আলাপ,যা ভাবায়,আলোড়িত করে,উদ্দীপ্ত করে চেতনায়৷সদা জীবন্ত,প্রাণবন্ত এক আত্মা কিংবা জীবসত্তার উপ¯ি’তি কবিতায়৷ জীবনের...